প্রিয় রাজশাহী ডেস্ক: ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্রস মেসেজিং পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি মেটার সাপোর্ট পেজগুলোতে জানানো হয় ডিসেম্বরের মাঝামাঝি এটি বন্ধ হয়ে যাবে। এটি বন্ধ হয়ে যাওয়ার পর পূর্বের মেসেজগুলো শুধু রিড অনলি হয়ে থাকবে। তবে এই ঘোষণা পেজগুলোতে ঠিক কবে দেওয়া হয়েছে তা জানা যায়নি।
সম্প্রতি মেটার একজন মুখপাত্র ভার্জকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, কয়েক বছর আগে আমরা ইনস্টাগ্রামে মেসেজিং এর নতুন একটি ফিচার চালু করি। যার মাধ্যমে ইনস্টাগ্রামের ডিএম ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ এবং কল করা যায় এবং ফেসবুক থেকেও ইনস্টাগ্রামে তা করা যায়।
আরেকজন মুখপাত্র অ্যালেক্স ডেজিয়েডান বলেন, ডিসেম্বরের মাঝামাঝি আমরা এই ফিচারটি বন্ধ করে দিচ্ছি।
২০২০ সালে চালু হওয়ার তিন বছর পর এখন এটি বন্ধ করে দেওয়া হচ্ছে। সেসময় ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোশেরি পরামর্শ দিয়েছিলেন, এই পরিবর্তনটিতে মেটা আরও ভালোভাবে কাজ করতে পারবে।