বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএমডিএ’র প্রথম শ্রেণীর কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র এলাকায় উচ্চমূল্যের ফল, মসলা, বেভারেজ, ঔষধি ও মাঠ ফসলের উৎপাদন কৌশল এবং ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রথম শ্রেণীর কর্মকর্তাদের আজ শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ও বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আখতার জাহান।
এসময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিঃ প্রধান প্রকৌশলী (চঃদাঃ) শামসুল হোদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, উপ-পরিচালক ড. পলাশ সরকার, উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, প্রকল্প পরিচালক সেলিম কবীর, সহকারী প্রকৌশলী আনোয়ারা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে রাজশাহী জেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ ১৪টি জোন ও রিজিওন অফিসের মোট ৩০জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.