মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বর্তমানে সারাবিশ্বে কয়েক কোটি মানুষ ব্যবহার করছেন অ্যাপটি। ব্যক্তিগত চ্যাট তো আছেই অফিসের তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। এছাড়াও ছোট বড় সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।
শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে। তবে প্রতারকরাও থেমে নেই। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বিভিন্নভাবে বিপদে ফেলে হ্যাকাররা। এবার নতুন এক উপায় বের করেছে। তা হচ্ছে ‘গোলাপি হোয়াটসঅ্যাপ’।
ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপের রং সবুজের বদলে গোলাপি করার সুবিধা দেওয়ার কথা বলেই প্রতারণা করছে। স্ক্যামাররা ব্যবহারকারীদের লিঙ্ক পাঠিয়ে ডাউনলোড করতে বলছেন। এর মাধ্যমে নতুন লুকে গোলাপি রঙে নাকি হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে। সঙ্গে আবার থাকবে নতুন ফিচার। এই ফাঁদে একবার পা দিলেই প্রতারণার স্বীকার হবেন।
প্রতারকরা বিভিন্নভাবে ব্যবহারকারীর ক্ষতি করতে পারে। যেমন-আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। ফোনে থাকা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। ব্যবহারকারীদের তথ্য নিয়ে অপব্যবহার করতে পারে। ফোনের পুরো নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যেতে পারে। ব্যক্তি ছবি, মেসেজ ফাঁস হওয়ার সম্ভাবনাও থাকছে।
সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক এলেই সেখানে ক্লিক করে তা ডাউনলোড করতে যাবেন না। অথেনটিক মাধ্যম যেমন গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোর ছাড়া অ্যাপ ডাউনলোড করবেন না।