নিজস্ব প্রতিবেদক রাজশাহী থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূণবার্সন কেন্দ্র (ছেলে ইউনিট) ষড়যন্ত্র করে দুঃস্থ ও ভবঘূরে প্রশিক্ষণ ও পূণবার্সন কেন্দ্র নাটোরে স্থানান্তর বন্ধের দাবিতে রাজশাহী জেলা প্রসাশক ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজশাহী জেলা প্রসাশক কার্যালয়ে প্রসাশক শামীম আহমেদ এর হাতে স্বারক লিপি তুলেদেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সধারণ সম্পাদক মো. জামাত খান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর হাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি তুলেদেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সধারণ সম্পাদক মো. জামাত খান, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বারক লিপিতে আরো উল্লেখ্য করেন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসন সংখ্যা বৃদ্ধি করে চিকিৎসা সেবার মান বাড়াতে হবে। চিকিৎসক ও জনবল সংকট অবিলম্বে নিরসন করতে হবে। রাজশাহী অঞ্চলে পানির সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প চালুর দাবি জানানো হয়।