নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট জরিপ কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম।
সভায় সভাপতির বক্তব্যে নিযাম উল আযীম বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে এ নগরীতে। যার সুনাম এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এ কৃতিত্বের অংশীদার আপনারাও। জনগণের ট্যাক্সের অর্থে রাসিকের ব্যয় নির্বাহ করা হয়। মেয়র দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সময়মত বেতনভাতা প্রদান অব্যাহত রয়েছে। সরকারি বিধি মোতাবেক প্রতি পাঁচ বছর পর পর এ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালিত করতে হয়। এরই অংশ হিসেবে ২০২৪-২০২৫ পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বক্তব্য দেন ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম। সভায় প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরাদ উদ্দিন, গবেষণা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপ-প্রধান এ্যাসেসর গোলাম রাব্বানী রিপন, উপ-প্রধান এ্যাসেসর মহিউদ্দীন মৃদুল, উপ-প্রধান এ্যাসেসর মিজানুর রহমান বুলেট, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ হোসেন, উপ ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন মুকুল, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুনসহ কর আদায় ও কর ধার্য শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।