শনিবার | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী নগর আওয়ামী লীগের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

দিবসটি স্মরণে গতকাল রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাত সাড়ে ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে দলীয় কার্যালয় থেকে একটি আলোর মিছিল বের হয়।

আলোর মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে রাজশাহী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।

আলোর মিছিল শেষে ১৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টা এক মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু। পথসভা শেষে শপথ বাক্য পাঠ করা হয়।

পথসভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তান হানাদার বাহিনী এই দিনে বাঙালি জাতিকে মেধাশূণ্য করার উদ্দেশ্যে জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিলো। তাদের এই ঘৃণিত কাজে সহায়তা করেছিলো এ দেশীয় তাদের দোশর রাজাকার, আল-বদর, আল-শামশরা। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁদের রেখে যাওয়া পথে আমরা আছি অবিচল।

বক্তারা আরো বলেন, ৭১ এর পরাজিত ঘাতকেরা তথা বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করছে। তারা এই দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথেই রুখে দিবো। বঙ্গবন্ধুর আদর্শ ও শহীদদের আত্মবলিদানের ইতিহাস সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.