বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও রেল লাইনে আগুন, বাস পোড়ানো, পুলিশ হত্যা এবং শ্রমিক হত্যার প্রতিবাদে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর ও ওপেন লাইন শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর রেল ভবন গেইট সংলগ্ন মেইন রাস্তার পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, রাজশাহী মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ আকতার আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এ রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সদর দপ্তর শাখার সভাপতি আইনুল হক, সম্পাদক দেবব্রত সিনহা দেবুসহ মহানগর শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।