শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিশুদের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহীতে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন হাইকেয়ারের উদ্যোগে দিনব্যাপী শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি বিশেষত শিশুদের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ ডিসেম্বর) নগরীর লক্ষীপুর হাইকেয়ার স্কুল এন্ড হেয়ারিং সেন্টার রাজশাহী শাখা কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের সহায়তায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হেলথ ক্যাম্পে শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি বিশেষত শিশুদের বিনামূল্যে শ্রবণ মাত্রা নির্ণয় করা হয়। পাশাপাশি অভিভাবকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়।

ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী হাইকেয়ার স্কুল এন্ড হেয়ারিং সেন্টারের প্রধান শিক্ষক শাহানাজ বেগম বলেন, এখানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। প্রতিষ্ঠালগ্ন থেকে এখানে অনেক শিক্ষার্থীই তাদের শোনা এবং বলার সমস্যা দূর করতে পেরেছি আমরা। অনেক শিক্ষার্থীই এখান থেকে সুস্থ হয়ে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়ণরত আছে এবং দেশের বিভিন্ন সেক্টরে চাকুরি করছে। এটা মূলত একটা স্বেচ্ছাসেবামূলক অলাভজনক কার্যক্রম।

তিনি আরও বলেন, এখানে দায়িত্বরত শিক্ষকগণ কোনো বেতন পান না। সবাই নিজের জায়গা থেকে কাজ করে। আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এই কার্যক্রম পরিচালনা করছি। আমি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এখানে প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমরা সবাই আনন্দের সাথেই কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা হাইকেয়ার স্কুলের প্রিন্সিপাল রওশন আরা বেগম বলেন, ১৯৮২ সালের ৪ মে ঢাকায় এটি প্রতিষ্ঠিত হয়। সারা বাংলাদেশে আমাদের ১১টি হাইকেয়ার স্কুল এন্ড হেয়ারিং সেন্টার আছে। সকল শাখার শিক্ষক এবং স্টাফদের এখান থেকেই প্রশিক্ষণ দিয়ে থাকি। শুরু থেকে এখনো আমি এটা সাথেই কাজ করে যাচ্ছি। আমাদের সমাজে একসময় এই বধির শিশুদের অবহেলার চোখে দেখা হতো, বোঝা মনে করা হতো। কিন্তু আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থীই অনেকটা স্বাভাবিক হয়ে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছে। অনেকেই পড়াশোনা শেষ করে চাকুরী করছে। হেলথ কেয়ার থেকে সুফল পেয়ে এখন বায়েজিদ আহসান প্রতিষ্ঠিত।

তিনি বলেন, ছোট থেকেই আমার হেয়ারিং লস্ট টা বেশি ছিল। আমি স্কুলে থাকা অবস্থায় আমি হাইকেয়ার স্কুল এন্ড হেয়ারিং সেন্টারের পরামর্শ নেওয়া শুরু করি। এখান থেকে আমি আই কন্টাক্ট ও লিপ রিডিংয়ের মাধ্যমে কথা বোঝা এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এরপর পড়াশোনা মোটামুটি শেষ করে আমি বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনে চাকুরি করছি।

অনুষ্ঠানে ঢাকা হাইকেয়ার হেড অফিস জুনিয়র এক্সিকিউটিভ আকরাম হোসাইন, অডিও মেট্রিশিয়ান শহিদুল ইসলাম, রাজশাহী হাইকেয়ার স্কুল এন্ড হিয়ারিং সেন্টার কমিটির ভাইস চেয়ারম্যান জিয়াউল আহসান, সাবেক সাংবাদিক, প্রতিষ্ঠাতা সদস্য রাজশাহী হাইকেয়ার স্কুল এন্ড হিয়ারিং সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাংবাদিক মোস্তাফিজুর রহমান খানসহ স্কুলের শিক্ষক, স্টাফ এবং শিক্ষার্থীদের প্রায় অর্ধশত অবিভাবক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হাইকেয়ার স্কুল এন্ড হেয়ারিং সেন্টার ১৯৯২ সালের ৩১ জুলাই ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে মোটা ১১ টি শাখা রয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.