রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে নাশকতা সন্দেহে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরে রেললাইনে নাশকতা সন্দেহে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শনিবার সকাল ৬টার দিকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন বাসুদেবপুর ঋষিপাড়া পার হওয়ার সময় বিকট শব্দ হয়। এ সময় মাল ট্রেনটি জোরে ঝাঁকুনি দেয়। টহলরত আনসার সদস্য রনি হোসেন ঘটনাটি স্থানীয় প্রশাসনসহ রেল কর্তৃপক্ষকে জানায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় লাইনের কিছু অংশ কাটা। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর পর রেলের একজন কী-ম্যান ও সান্তাহার রেলওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে যায়।

কী-ম্যান জালাল উদ্দিন জানান, রেললাইনের জোড়া স্থানের ওয়েলডিং উঠে যাওয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর জানতে পেরে নাটোর স্টেশনে আসা রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকে দেওয়া হয়। পরে ওয়েম্যানের উপস্থিতিতে রেললাইনের ক্ষতিগ্রস্ত স্থানে চটের বস্তা দিয়ে তিতুমীর ট্রেন পার হয়।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুন নাহার জানান, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর পর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে রওনা দেয়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক রয়েছে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক, এসিল্যান্ড রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো নাশকতা নয়। মালবাহী ট্রেনের ভারে রেললাইনের জোড়া অংশের ওয়েলডিং ওঠে গেছে। এরপরও বিষয়টি নাশকতা কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.