মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশি মহাপরিচালক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

এবার মোট চারজনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। অন্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. নূর-ই-আলম, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত হোসাইন ও অফিস সহায়ক আকলিমা খাতুন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা, ক্রেস্ট ও সনদ পাবেন।

এদিকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিন কর্মকর্তা-কর্মচারী। পুরস্কারপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

রোববার (২৫ জুন) এ সংক্রান্ত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.