নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এএমএসএস (AMSS) এর ব্যবহার ও এর বাস্তবায়ন এবং অডিট আপত্তিসমূহ নিস্পত্তি সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোবারক হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শামসুর রহমান।
কর্মশালায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তরের অডিট সংক্রান্ত বিভিন্ন বিধি-বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় রাসিকের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, ভেটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ মহিউদ্দিন, ট্যাক্সেশন কর্মকর্তা বাজার আবুল বাশার তাজউদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, উপ-প্রধান এ্যাসেসর গোলাম রব্বানি, অডিটর শাখাওয়াৎ উল ইসলাম, স্টোর অফিসার আহসান হাবিব সহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশ নেন।