রবিবার | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা আ.লীগের কাজ করে না, দেশের কাজ করে: আসাদ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা আওয়ামী লীগের কাজ করে না, দেশের কাজ করে বলে জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের আলীগঞ্জ নতুন পাড়া ও বালিয়ার মোড় এলাকায় মহিলাদের নিয়ে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান।

আসাদুজ্জামান আসাদ বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের কাজ করে না, দেশের কাজ করে। করোনার টিকা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়েছেন নাকি সব দলের মানুষ? সেখানে কোনো দল দেখে নি। আমাদের নেত্রী ক্ষমতায় আছে, জনগণের টাকায় সেটা দিয়েছেন, কিন্তু মেধা তো শেখ হাসিনার। যে কোনো বিপদে, যে কোনো দুর্যোগে, যে কোনো সময় শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়ায়।

তিনি আরও বলেন,আজ থেকে ১৫/২০ বছর আগেও সন্তানের নামের সাথে শুধু বাপের নাম ছিল। এখন কি তাই হয় নাকি মায়ের নামও যোগ হয়? এই মায়ের নাম যোগ কে করেছে, শেখ হাসিনা করেছে। এর মাধ্যমে আমাদের মা-বোনদের সম্মানিত করেছেন। সেজন্যই তো শেখ হাসিনার জন্য মানুষের কাছে ভোট চাওয়া উচিত। ভোট চাওয়ার ক্ষেত্রে আপনাদের আলাদা একটা অধিকার আছে।

আসাদ বলেন, আর ৫ দিন পরই নতুন বই হাতে পেয়ে আপনার সন্তানরা যখন আনন্দিত হয়ে বাড়ি ফিরবে, তাদের এই হাসিমুখ দেখে কি আপনাদের মনে এতটুকুও আনন্দের উদ্রেক হবে না? আমরা যখন পড়াশোনা করেছি কেউ কোনোদিন নতুন বই পাবো ভাবিও নি। যারা একটু অর্থনৈতিকভাবে স্বচ্ছল তারাও নতুন বই পেতে পেতে ফেব্রুয়ারি-মার্চ এমনকি অর্ধ বার্ষিক পরীক্ষাও পার হতো। এই হাসির জন্য যদি আপনি আনন্দিত হন মনে রাখবেন সেই আনন্দের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আছে। সেই কারণেই আপনার বিবেকের রায়টি নৌকায় চাই। এটি আমাদের হক, সেটা আপনাকে পরিশোধ করার অনুরোধ করতে চাই। যদি বিবেক বলে আপনারা আমাকে ভোট দিবেন, যদি না বলে অন্য যারা আছে তাদেরই দিবেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.