নিজস্ব প্রতিবেদক: উন্নতর চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে হৃদরোগে আক্রান্ত রাজশাহী মহানগরীর ৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আরিফ রতনকে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, এসএম আরিফ রতন বেশ কিছুদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে রেফার্ড করেছেন।
এসএম আরিফ রতনের সুস্থতা কামনা করে রাজশাহীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন মাহাতাব আলী।