নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে রাজশাহী নগরীর ০৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহতাব আলীর নেতৃত্বে মহানগরীর দাসপুকুর মোড় থেকে শুরু হয়। মিছিলটি আশেপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দাসপুকুর মোড়ে শেষ হয়।
মিছিলে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সহ-সম্পাদক আলমগীর আলী, যুবলীগ কর্মী মিল্টন, জনি, ওয়াহাব, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ ভোটারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।