মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ গ্রহণের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আসাদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ শপথ গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

আজ বুধবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এর আগে সকালে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জমান আসাদ। বুধবার সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে তিনি শপথের কাগজে স্বাক্ষর করেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন।

শ্রদ্ধা নিবেদনের সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, মোহনপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক এনামুল হক, ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুঞ্জিল, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রফিক, হড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বড়গাছি ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাগর, দর্শনপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাব্বির আলী, পারিলা ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদ আলীসহ পবা ও মোহনপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.