নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পরিবার প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বেলা ১১টার সময় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর ১০নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ উদ্দিন আহমেদ মানিক, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফতাব আহমেদ জাহাঙ্গীর, রাজশাহী মুসলিম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাসুদুর রহমান, ১০ নাম্বার ওয়ার্ড ক্রীড়া সংগঠক হোসাইন খান, বিশিষ্ট ব্যবসায়ী আলফাজ উদ্দিন প্রমূখ।
পরিবার প্রিমিয়ার লীগের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাওন।
উল্লেখ্য, উদ্বোধন হওয়া টুর্নামেন্টের প্রথম দিনে দুইটি দলের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে।