নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের উদ্দ্যেগে আব্দুল মজিদ মেমোরিয়াল কিন্ডারগার্ডেন স্কুলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি বাদশা।
এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, এই শীতে অনেক গরিব মানুষ বিপাকে পড়েছেন। তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে শীত বস্ত্র নিয়ে হাজির হয়েছি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।