শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড়ে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন রাজশাহীর স্মারক সংখ্যা “চেতনার বাতিঘর” প্রকাশ করে রাজশাহীর নির্মূল কমিটি।

প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন করেন রাজশাহী-০২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এবং রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সসদস্য আসাদুজ্জামান আসাদ।

মোড়ক উন্মোচনের পরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দরা। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিচত্বর গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান।

এ সময় ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, মহানগরের সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, জেলা নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জোস্নারা খাতুন, মহানগরের সহ-সভাপতি আলমগীর মালেক, মহানগর নির্মূল কমিটির সহ-সভাপতি অঞ্জনা সরকার, বীর মুক্তিযোদ্ধা কেএমএম ইয়াসিন আলী মোল্লা, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, মহানগরের সাংগঠনিক সম্পাদক মুরাদ আলী পলাশ, মহানগরের সাংগঠনিক সম্পাদক রনি সরকার, মহানগরের দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, নারী ইউনিটের সভাপতি হালিমা কুমকুম, সাধারণ সম্পাদক সাইমা খাতুন বিথী, যুব ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্ট্রের সভাপতি ইখতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক আরাফাত, মহানগরের স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি আলআমিন হোসেনসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.