রবিবার | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, হাসপাতালে নতুন ভর্তি ৩৭১ জন

দেশে আজ সোমবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ৩৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

নতুন রোগীদের মধ্যে ২৩৬ জন ঢাকার ও ১৩৫ জন ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৫। তাঁদের মধ্যে ১ হাজার ২২ জন ঢাকায় এবং ৩৬৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৬০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৮৫৫ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৭৫৪ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা শেষে ৬ হাজার ১৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাঁদের মধ্যে ৪ হাজার ৭৯৮ জন ঢাকার ও বাকি ১ হাজার ৩৮১ জন অন্যান্য জেলার বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত ৪৫ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.