মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, হাসপাতালে নতুন ভর্তি ৩৭১ জন

দেশে আজ সোমবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ৩৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

নতুন রোগীদের মধ্যে ২৩৬ জন ঢাকার ও ১৩৫ জন ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৫। তাঁদের মধ্যে ১ হাজার ২২ জন ঢাকায় এবং ৩৬৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৬০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৮৫৫ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৭৫৪ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা শেষে ৬ হাজার ১৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাঁদের মধ্যে ৪ হাজার ৭৯৮ জন ঢাকার ও বাকি ১ হাজার ৩৮১ জন অন্যান্য জেলার বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত ৪৫ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.