রবিবার | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের চারদিনের কর্মসূচি শেষ

নিজস্ব প্রতিবেদক: নানা দাবীতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং- বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে চারদিনব্যাপি নানা ধরনের কর্মসূচি পালিত হয়। চারদিনের কর্মসূচির শেষ দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাঁরা নেসকো প্রধান কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন। এ সময়ে তারা দাবীর পক্ষে নানা ধরনের স্লোগান দেন।

সমাবেশ থেকে বলা হয় সরকার ঘোষিত জুলাই-২০২৩ইং তারিখ হতে ৫ শতাংশ হারে কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত সেই সুবিধা বেতনের সাথে সংযুক্ত করা হয়নি। এছাড়াও ১.৫ ভাগ মাসের মূল বেতনের সাথে সমপরিমান এপিএ বোনাসও প্রদান করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে সকল দাবীসমুহ মেনে নেয়ার জন্য দাবী জানান তারা।

এই বিশেষ সুবিধা ও বোনাস প্রদানের দাবীতে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং- বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে চারদিনব্যাপি কর্মসূচি বুধবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে। রাজশাহী মহানগরীর হেতম খাঁ নেসকোর প্রধান কার্যালয় প্রাঙ্গনে শেষ দিনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং-বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রভাস কুমার আচার্য্য।

নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং-বি-২২১৬ (সিবিএ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সোহেলের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র কমিটির সহ-সভাপতি এ.কে.এম শহিদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক অনু, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম খান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক আখি ইকবাল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী অঞ্জন কুমার মিত্র, কমিটির নেতা সামসুল আলম সুমন, আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেন ও আব্দুল মোমিন। এছাড়াও অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি ও সরকারী কর্মচারীদের জীবনমান এর কথা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ১৭জুলাই২০২৩ইং তারিখ একটি প্রজ্ঞাপন জারী করা হয়। এই প্রজ্ঞাপনের আলোকে সরকারী আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারী-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহ, ব্যাংক, বীমাও আর্থিক প্রতিষ্ঠান সমূহে নিয়োজিত কর্মচারীগনকে ১লা জুলাই ২০২৩ইং তারিখ হতে ৫শতাংশ বিশেষ সুবিধা ঘোষনা করা হয়।

তারা বলেন, এই সুবিধা উপরোক্ত কর্মকর্তা-কর্মচারীগণ ১লা জুলাই-২০২৩ইং হতে তা ভোগ করছেন। অথচ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি’র প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান হলেও প্রতিষ্ঠানের কর্মচারীরা এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসিতে কর্মরত সমস্ত কর্মকর্তা-কর্মচারীগণকে জুলাই ২০২৩ইং হতে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা এবং ২০২২-২৩ অর্থ বছরে সরকার ঘষিত ১.৫ টা পূর্ণ বোনাস প্রদানের জন্য বলেন বক্তরা।

আর এই দাবী না মানলে শ্রম আইন অনুযায়ী কঠোর কর্মসূচিতে যাবেন বলেন হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ। উল্লেখ্য রাজশাহী ও রংপুর বিভাগের ৫২টি দপ্তরে একসাথে বুধবার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.