নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনীর নির্দেশনায় রাজশাহী নগরীর ইজিবাইক মালিক-শ্রমিকদে মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর রেলস্টেশন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ আকতার আলী, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রাজা, রাজশাহী মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন, সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন সিবিএর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল, রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ ফারুক রশিদ খান, রাজশাহী মহানগর গ্যাস শ্রমিক লীগের সভাপতি জারজিস, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক জিবরীল আমিন সনেটসহ রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।