প্রিয় রাজশাহী ডেস্কঃ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স করে সাড়া ফেলে দিয়েছেন আর্জেন্টাইন কিশোর ক্লদিও এচেভেরি। আর তাতে ইউরোপের ক্লাবগুলোর পাখির চোখও ছিল তার দিকে। দলবদলের বাজারে তাকে ভেড়াতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছিল ইউরোপের দলগুলো। বার্সেলোনা-ম্যানচেস্টার সিটি ছাড়াও তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মত ক্লাবগুলো।
তবে ১৭ বছর বয়সী ‘হট কেক’ এচেভেরিকে দলে টেনেছে প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটি। এক বিবৃতিতে আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে দলে টানার কথা জানিয়েছে ২০২৩ মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি।
রিভারপ্লেট ছেড়ে চার বছরের চুক্তিতে ২০২৮ সালের জুন পর্যন্ত ম্যানসিটির সঙ্গে চুক্তি করেছেন এই আর্জেন্টাইন। তবে এখনই ইংল্যান্ডের পাড়ি দিচ্ছেন না এচেভেরি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ধারে রিভার প্লেটেই থাকবেন এচেভেরি। আগামী বছর জানুয়ারিতে যোগ দিবেন সিটিজেনদের ডেরায়।