নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার রাত ৮টার সময় নগরীর গনকপাড়ায় অবস্থিত বিভিন্ন মার্কেটের আশেপাশের শীতার্ত সাধারণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আরডিএ মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি ফরিদ মাহমুদ হাসান।
এসময় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও গনকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি এবিএম মনোয়ার সুলতান মানু, আরডিএ মার্কেটের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবুল, রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, সহ-সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, মোস্তফা কামাল ইমন, আব্দুল ওয়াহাবসহ স্থানীয় ব্যবসায়ী ও সঙ্গগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দরা সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।