রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ থেকে রাতের আঁধারে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ভিজিএফ-এর চাল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছেন ইউপি পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, রোববার রাতে কলমা ইউনিয়ন পরিষদে।
এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। সেই সাথে উঠেছে সচিব মোস্তাফিজুর রহমানের কঠোর শাস্তির দাবিও।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কলমা ইউনিয়ন বাসীর জন্য ভিজিএফ-এর চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই চাল গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে ৮০বস্তা চাল চুরি করে বিক্রি করেন ইউপি পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান। এসময় রাতের আঁধারে ইউপি পরিষদ থেকে চালগুলো বের করে পাচার করার সময় হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এসময় কৌশলে পরিষদ থেকে সটকে পড়েন সচিব মোস্তাফিজুর রহমান।
শমসের আলী নামের একজন জানান, সচিব মোস্তাফিজুর রহমান চালগুলো শংকরপুর গ্রামের বাদল নামের এক চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। আর কিছু চাল কামারগাঁ খাদ্য গোডাউনে রেখে দিয়েছেন সচিব মোস্তাফিজুর রহমান। এমন জঘন্য ঘটনায় গত রোববার ইউপি পরিষদে সচিব মোস্তাফিজুর রহমানকে ডাকা হলে তিনি পরিষদে উপস্থিত হননি।
অন্যদিকে গরীব অসহায় দরিদ্র মানুষের চাল এভাবে চুরি করে বিক্রি করার জন্য সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে কলমা ইউনিয়ন পরিষদের জনসাধারণ।
এবিষয়ে কলমা ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, চালগুলো ভালো মানের ছিলোনা, সেই জন্য চালগুলো পাল্টানোর জন্য বের করা হচ্ছিল। এত রাতে কেন জানতে চাইলে কোন সদত্তর না দিয়ে এড়িয়ে চলে যান তিনি।
কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী জানান, ঘটনা শোনার পরে সচিবকে পরিষদে ডাকা হয়েছে। কিন্তু সে পরিষদে আসেনি, ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।