“নন্দনগাছী স্টেশনে পৌঁছার আগে ওই এলাকায় রেললাইনের পাত ভাঙা থাকায় সেখানে থাকা কয়েকজন লোক লাল নিশানা টানিয়ে ট্রেনটি থামায়। পরে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ভাঙা স্থানটি পরীক্ষা করে।”
তিনি বলেন, “প্রকৌশলীরা ভাঙা স্থানটি পরীক্ষা করে মতামত দেন ধীর গতিতে ট্রেন চালানো সম্ভব। এক ঘণ্টা পাঁচ মিনিট পর ওই ভাঙা পাত দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল শুরু করা হয়।”
ভাঙা পাতটি মেরামত করতে কয়েক ঘণ্টা সময় লাগবে। যখন ট্রেনের শিডিউল থাকবে না তখন সেটি মেরামত করা হবে বলে জানান পশ্চিমাঞ্চলের রেলওয়ে জেনারেল ম্যানেজার অসীম কুমার ।