উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ্য আহসানুল হক পিন্টু-কে গতকাল সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে অসুস্থ্য আহসানুল হক পিন্টু-কে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় অসুস্থ্য আহসানুল হক পিন্টুর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।