মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী লীগের পতাকা মিছিল ও শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে লাল-সবুজের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি ভের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সদস্য আতিকুর রহমান কালু, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ আজ একটি বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের সকল স্তরের উন্নয়ন আজ বিশ্বের রোল মডেল। আমরা লক্ষ্য করছি ৭১এর পরাজিত শক্তিরা তথা বিএনপি-জামায়াত এদেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করার জন্য নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করছে। এহেন কর্মকাণ্ড দেশবিরোধী কর্মকাণ্ডের সামিল। তারা এদেশের উন্নয়নকে সহ্য করতে পারে না, দেশ ও জনগণের ক্ষতি করার জন্য সর্বক্ষণই তৎপর থাকে। দেশ-বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে বলেই শোক পালন হিসেবে তারা আজ কালো পতাকা মিছিল করছে। তারা শোকে শোকাহত।

বিএনপি-জামায়াতের নেতাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আর দেশ-বিরোধী কর্মকাণ্ড করেন না, আর দেশের সম্পদ ও জনগণের ক্ষতিসাধন করেন না। এখনও সময় আছে আওয়ামী লীগের সমীপে আত্মসমর্পণ করুন নতুবা বাংলাদেশের জনগণ আপনাদেরকে উপযুক্ত জবাব দিবে।

বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। খুব দ্রুত বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে।

মিছিল ও সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.