নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন চেয়ারম্যান হিরা বাচ্চু।
শোক বার্তায় চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আহ্সানুল হক পিন্টুর জানাযার নামাজ আজ বাদ মাগরিব রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে এবং টিকাপাড়া কবরস্থানে দাফন করা হবে।