নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ০৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি লাইলি বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।
শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ০৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি লাইলি বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।