নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈকালী সংঘের আয়োজনে মাসব্যাপী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর নগরীর কালেক্টরেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আজ সোমবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জানে আলম খান জনি।
এসময় প্রধান অতিথি জানে আলম খান জনি শান্তি ও সুষ্ঠুভাবে প্রতিটি দলের খেলোয়াদের খেলার পাশাপাশি সকল ধরনের খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অন্যায় কাজ থেকে দূরে থাকার আহবান জানান।
টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু।
বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর মাস্টারসেফ রেস্তোরাঁর সত্ত্বাধিকারী ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এসএম শিহাব উদ্দিন।
এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত-০৩ আসনের কাউন্সিলর সেবুন নেসা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনসারুল ইসলাম খিচ্চু, বৈকালী সংঘের সদস্য সালাউদ্দিন রতন, হকি প্রশিক্ষক রায়হান হালিম, বৈকালী সংঘের সিনিয়র সদস্য ইলিয়াস হোসেন আজাদ ও শরিফুল আবেদিন শিমুল।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ টুর্নামেন্টে রাজশাহী জেলার বাহিরের চারটি দলসহ এবারের টুর্নামেন্টে মোট ৩৫টি দল অংশগ্রহন করছে। নক-আউট ভিত্তিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।
উদ্বোধনী ম্যাচে ঈশ্বরদী ক্লাব ও রাজশাহী কিংস মুখোমুখি হন। ঈশ্বরদী ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। জবাবে রাজশাহী কিংস সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে মোট ৩৮রা নে ঈশ্বরদী ক্লাব জয়লাভ করে।