নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পুষ্পাঞ্জলির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়। কেন্দ্রীয় মন্দির ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলগুলোতে পূজা উদযাপন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির সংলগ্ন মাঠে বিভিন্ন বিভাগ এবং অনুষদের পক্ষ থেকে ১৯টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। সেসব মণ্ডপে যথাযোগ্য মর্যাদার সাথে বরণ করে নেওয়া হয়েছে বিদ্যার দেবী সরস্বতীকে।
মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় তিনি অন্যান্য অতিথিদের নিয়ে পূজার মণ্ডপগুলো ঘুরে দেখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. হুমায়ুন কবীর। এছাড়া প্রক্টর আসাবুল হক, জনপ্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, পূজাকে কেন্দ্র করে বর্ণিল সাঁজে সজ্জিত হয়েছে কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের আয়োজনে তৈরিকৃত মণ্ডপগুলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। পাশাপাশি পূজা শেষে প্রসাদ গ্রহণ করছেন পূণ্যার্থীরা।
এছাড়া সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।