শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জাতীয় যুব জোট

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৪ মার্চ রাজশাহী বিভাগীয় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জাতীয় যুব জোট। আজ শুক্রবার (১ মার্চ) বিকেলে নগরীর বাটার মোড়ে জাতীয় যুব জোটের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রীক দলের সভাপতি হাসানুল হক ইনু।

সংবাদ সম্মেলনে জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি শরিফুল ইসলাম সুজন বলেন, যুব সমাবেশ করার উদ্দেশ্য রমজান মাসকে সামনে রেখে বাজার সিন্ডিকেট, লুটের টাকা পাচার, পাচারের টাকা উদ্ধার করা, কর্মহীন বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকার যুবকদের সক্রিয়ভাবে ব্যাংকে ঝণ দেওয়া, বাজার সিন্ডিকেটকে ধ্বংস করা এবং তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। এছাড়াও সমাবেশে যুবকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলবো আমরা।

তিনি আরো বলেন, যুবকদের মাদকাসক্তি থেকে মুক্ত করতে কর্মসংস্থানের প্রয়োজন। এই দাবিগুলো নিয়ে রাজশাহী থেকে সমাবেশ শুরু করছি। এরপর সারাদেশের বিভিন্ন বিভাগে আমরা সমাবেশ করবো। দেশ এগিয়ে চললেও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। কর্ম না থাকলে জেলা বা বিভাগের উন্নয়ন সম্ভব নয়। আগামী সোমবার জাতীয় যুব জোটের সমাবেশে রাজশাহী জয় বাংলা চত্বর হাজার হাজার মানুষে পরিপূর্ণ হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মহানগরের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.