সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ভাটাপাড়া প্রিমিয়ার লীগের ক্রীকেটার নিলাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ১৯ এপ্রিল প্রতি বছরের ন্যায় এবারও ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে ভাটাপাড়া প্রিমিয়ার ক্রীকেট লীগ অনুষ্ঠিত হবে। লীগে মোট আটটি দল অংশ গ্রহন করবে।

এ উপলক্ষে শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর পার্ক সংলগ্ন রাস কমিউনিটি সেন্টারে অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়। লীগে বত্রিশটি খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা যায়।

নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, টুর্নামেন্টের আহ্বায়ক জাকির রশিদ সঞ্জু, রাজশাহী ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির রাজশাহীর সদস্য নবীউল ইসলাম সাগর, সমাজ সেবক শরিফুল ইসলামি অপু, ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দীপন।

এছাড়া বিভিন্ন ক্রীকেট দলের প্রধান, ম্যানেজার, কোচ ও নিলামে অংশগ্রহনকারী ক্রীকেটারগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শুরুর পূর্বে অতিথি এবং ক্রিকেট দলের প্রধানদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি ঘটানো যায়। বাংলাদেশ এখন সারাবিশ্বে ক্রীকেট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পুরুষ ও নারী ক্রীকেট দল ভাল করছে। এই খেলাকে ধরে রাখতে এবং ভাল খেলোয়ার তৈরী করতে এই ধরনের লীগ আয়োজন অনেক গুরুত্ব বহন করে।

আসাদ বলেন, সরকারীভাবেও যদি প্রতিটি জেলা ও থানা পর্যায়ে ক্রীকেট ও ফুটবলসহ অন্যান্য খেলার অনুশীল কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে আগামীতে গ্রামগঞ্জ ও পাড়া মহল্লাহ থেকে ভাল খেলোয়ার উঠে আসবে বলে আশাব্যক্ত করেন তিনি । সেইসাথে আয়োজকদের অনেক ধন্যবাদ জানান এবং এই ধরনের উদ্যোগে তাঁর সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।

বক্তব্য শেষে খেলোয়ার নিলামের উদ্বোধন ঘোষনা করেন তিনি। শেষে নিলাম অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.