রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে রাজশাহীতে মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই) এর উদ্যোগে রাজশাহীর নেতৃস্থানীয় কর্মকর্তাদের স‌ঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যায় রাজশাহী নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে মতবিনিময় সভায় এমসিসিআই এর একাউন্টস ম্যানেজার আল আমিন, সহকারী ম্যানেজার অদি‌তি ইসলাম খান, এইচআর ও এড‌মিন নাইম আহ‌মেদ ও সিনিয়র এক্সিকুটিভ আব্দুল গাফ্ফার প্রমূখ উপস্থিত ছিলেন।

পরবর্তী‌তে চেম্বারের হেড অব ট্রেনিং জোহা জামিলুর রহমান মত বি‌নিম‌য়ের জন‌্য যান মেটরওয়েল আইটিতে।

সেখানে মেটরওয়েল আইটির কর্ণধার মাহবুব আরা নীলা, ম্যানেজার রা‌ফিয়া খাতুন ও ট্রেইনার রাজ‌ীবুল হাসান রাজ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাগু‌লোতে কর্মক্ষেত্রে নারী-পুরুষের অবস্থান এবং নারীদের কর্মসংস্থান সম্পর্কে সম্যক ধারণা লাভ করা হয়।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন গোলাম জা‌কির হো‌সেন, ‌ভি‌জি‌টিং লেকচারার, এফএসি‌টি, সুবাংজায়া, সেলাঙ্গর, মাল‌য়ে‌শিয়া।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.