নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেলে নগর ভবন মেয়র দপ্তর কক্ষে সাক্ষাৎকালে মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রাসেল জামান, সহ-সভাপতি শামসুজ্জামান রতন, সহ-সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজ, নির্বাহী সদস্য রোকনুজ্জামান, নজরুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম কালু, হযরত আলী বুলবুল, মনিরুল ইসলাম শিপলু, সোহাগ রহমান, রাকিব হোসেন, মেহেদী হাসান, ফয়সাল রহমান রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।