শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়তে যানবাহনে চাঁদা আদায়কারী চক্রের সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক, সিএনজি ও অটোরিকশা থেকে চাঁদা আদায়কারী চক্রের সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলা সদর ডাইংপাড়া ও কড়াইতলা মোড় থেকে তাদের গ্রেফতার করে।

গোদাগাড়ীর কাঁকনহাট বাজার সংলগ্ন কড়াইতলা মোড় থেকে গ্রেফতার তিনজন হলেন- সুইট আলী (২৪), বেনজীর আহাম্মেদ (৪০) ও আসিদুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে ৮ হাজার ৪০ টাকা ও চাঁদা আদায়ের টালিখাতা জব্দ করা হয়েছে। ডাইংপাড়া মোড় থেকে গ্রেফতার চারজন হলেন- শহিদুল ইসলাম (৩৭ ), রমজান আলী (২৭), তুষার আলী নাঈম (২৪) ও জিয়াউর রহমান পাইলট (৪২)। এদের কাছ থেকে ৭ হাজার ৪২০ টাকা ও দুটি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, এরা রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা তুলতেন। কোন চালক চাঁদা দিতে না চাইলে গাড়ি আটকে রেখে তাকে মারধর করতেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.