নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর কৃষক লীগের উদ্যোগে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৫টায় নগরীর কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর কৃষক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের সভাপতি রহমতউল্লাহ সেলিম।
এসময় প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর কৃষক লীগের রাজশাহী মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাকির হোসেন বাবু।
আলোচনাসবা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে রাজশাহী মহানগর কৃষকলীগের সহ-সভাপতি মমিনুল আলম, শহিদুল ইসলাম শহিদ, আব্দুল লতিফ, সহ-প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন, মৎস্য ও প্রাণীজ্য বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বাদশাহ, নগরীর সকল ওয়ার্ড ও থানা কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।