নিজস্ব প্রতিবেদকঃ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আজ শনিবার (২৫ মে) বিকাল ৩ টার দিকে সাধুর মোড়ের ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃত ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১), সে সিএসই বিভাগের প্রথম বর্ষে ছাত্র। নিহত শিক্ষার্থী মাগুরা জেলার রামকান্তপুর এলাকার সমির কুমার মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, আত্মহনকারী শিক্ষার্থী সমির কুমার মল্লিক সাধুর মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। বিকাল ৩ টার দিকে ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মৃতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।