মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজকেও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা

প্রিয় রাজশাহী ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গেছে বাংলাদেশ। কিন্তু সেখানে শুরুটা ভালো হয়নি। স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে নাজমুল হোসেন শান্তরা হেরেছেন ২-১ ব্যবধানে। গত শনিবার ১০ উইকেটে তৃতীয় টি-টোয়েন্টি জিতে হোয়াইট এড়ালেও বিশ্বকাপের আগে এমন হার কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বাংলাদেশকে।

সেই পরিস্থিতির মধ্যে আজ আবারও কুড়ি ওভারের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন শান্তরা। উদ্দেশ্য—নিরেট প্রস্তুতি ম্যাচ খেলা। এবারও ভেন্যু সেই ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যেখানে ইতিহাস লিখেছিল আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতে নিয়েছিল সিরিজ।

ম্যাচটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে। ১ জুন রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আইসিসি টিভিতেও হবে সরাসরি সম্প্রচার। ডিজনি+হটস্টারও সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। তবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে না কোথাও। দুই দলের আগের সিরিজটি সরাসরি সম্প্রচার করেছিল বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। তবে সেখানেও দেখাচ্ছে প্রস্তুতি ম্যাচটি।

এ ছাড়া আজ ছোটপর্দায় যা যা দেখতে পাবেন-
ক্রিকেট
তৃতীয় টি-টোয়েন্টি
ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১টা ৩০ মিনিট (সরাসরি)
সনি টেন ৫

টেনিস
ফ্রেঞ্চ ওপেন: প্রথম রাউন্ড
বেলা ৩ টা, সরাসরি
সনি টেন ২, সনি লিভ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.