সংবাদ বিজ্ঞপ্তিঃ বিতর্কের বাণী রুয়েট ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মূলমন্ত্র নিয়ে সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ক্লাব উপদেষ্টা ঐশী জ্যোতি (প্রভাষক, ইসিই বিভাগ, রুয়েট), মো: আবু ইসমাইল সিদ্দিকী (প্রভাষক, ইটিই বিভাগ, রুয়েট) এবং ক্লাবের প্রাক্তন সদস্য মাহের আসেফ (সাবেক সভাপতি)-কে নিয়ে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে গত ১৫ মে, ২০২৪ তারিখে রুয়েট ডিবেটিং ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনের ফলাফল এবং রুয়েট ডিবেটিং ক্লাবের বিগত কার্যনির্বাহী পরিষদে সদস্যদের কার্যক্রম বিবেচনা সাপেক্ষে গত ২৭ মে, ২০২৪ তারিখে রুয়েট ডিসির বার্ষিক সাধারণ সভায় মাননীয় ক্লাব মডারেটর মোহাম্মদ হারুন অর রশীদের সম্মতিক্রমে সম্মানিত ক্লাব উপদেষ্টা ঐশী জ্যোতি ও মোঃ আবু ইসমাইল সিদ্দিকী নতুন কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেন।
২০২৪-২০২৫ কার্যবর্ষে রুয়েট ডিবেটিং ক্লাব হতে যাচ্ছে মোট ৩৯ সদস্যবিশিষ্ট, যা রুয়েট ডিসিতে এ যাবৎকালের সর্ববৃহৎ কার্যনির্বাহী কমিটি। নতুন ঘোষিত এ কমিটিতে রুয়েট ডিসির নতুন মডারেটর হিসেবে মনোনীত হয়েছেন ঐশী জ্যোতি (প্রভাষক, ইসিই বিভাগ, রুয়েট); উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবু ইসমাইল সিদ্দিকী (প্রভাষক, ইটিই বিভাগ, রুয়েট) ও আজমাইন ইয়াক্বীন সৃজন (সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ, রুয়েট)। রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তানভীর আহমেদ ইমন (ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, চতুর্থ বর্ষ ) । যৌথভাবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহজাবীন জাহাঙ্গীর রাফজিন (বিজোড় সেমিস্টার) ও ইর্তেজা নুর আলবা (জোড় সেমিস্টার)।
সভাপতি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন: জ্যোতির্ময় গোস্বামী (প্রহর), সহসভাপতি (প্রশাসন); নাবিল ফাহমিদ, সহসভাপতি (বাংলা বিতর্ক); শরিফুল হক আকাশ, সহসভাপতি (ইংরেজি বিতর্ক); মো. মুশফিকুর রহমান, সহসভাপতি (আইডিয়া অ্যান্ড কেইস কম্পিটিশন); জয়সেন চৌধুরী, যুগ্ম সম্পাদক (প্রশাসন) এবং ফাহিম মোন্তাছির রহমান, যুগ্ম সম্পাদক (বিতর্ক)।
সম্পাদক পরিষদে রয়েছেন মোট ১২ জন সদস্য। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সাদিয়া সিদ্দিকা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. তানভির হাসান। এছাড়া পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন: শুভ্র দেবনাথ, দপ্তর সম্পাদক; ফারহান জাকিব প্রান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক; মো. তানজিমুল ইসলাম, গবেষণা ও কর্মশালা সম্পাদক; মো এহসানুর রহমান, গ্রন্থাগার ও পাঠ্যক্রম সম্পাদক; শারমীন সুলতানা সাথী, সোশ্যাল সম্পাদক; সাদিয়া সামান্তা, সাংস্কৃতিক সম্পাদক; ফাইজুল কবির নিলয়, আপ্যায়ন সম্পাদক; নাফিস ইবনে আলম, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক; মোঃ মোফাজ্জেল হোসেন, আলোকচিত্র সম্পাদক; সাফিন তানজিম হোসেন (মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক)।
জ্যেষ্ঠ কার্যনির্বাহী সদস্য হলেন মোঃ জুন্নুরাইন ইসলাম জনি।
অন্যান্য (১৭ জন) কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন:
দীপন রায়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সোহান ফেরদৌস সাকিব, মো: মোজাহিদুল ইসলাম, উম্মে সুরাইকা সোহা, মো: মাহাতি ইমাম ফারদিন, মাজহারুল ইসলাম মুস্তাক, রাদ শারার সাদিফ, তানজিলা তারান্নুম অদিতা, মোকাররম আহমেদ বাধন, আহনাফ মুহতাসিম, মো: মখদুম মাশরাফী, তানজিম মাহমুদ সামি, এ এস এম আরিফ হাসান, মো শাহরিয়ার কবির সাজ, আল মুহীতু শারফুদদীন এবং শান্তনু ঘোষ দূর্জয়।