বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএইচসিডিওএ রাজশাহী শাখার নবনির্বাচিত নেতৃত্বের অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার (বিপিএইচসিডিওএ) ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (সোমবার) রাতে নগরীর সিএন্ডবি মোড়ের একটি রেস্তোরায় বিপিএইচসিডিওএ’র আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বক্তব্যের শুরুতে হঠাৎ করে অসুস্থতার কারনে স্ব-শরীরে উপস্থিত হতে না পেরে আয়োজকদের নিকট দুঃখ প্রকাশ করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। এসময় নব-নির্বাচিত সকলকে শুভেচ্ছা জানান। সেইসাথে এই সেক্টরকে আরো এগিয়ে নিতে তিনি সর্বাদা সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

বিপিএইচসিডিওএ রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান রিলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিওএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ডা. এসএমএ মান্নান, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. খন্দকার রাহাত হোসাইন, নির্বাহী সদস্য লুৎফল আজম রানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী মজুমদার শাহীন এবং রাজশাহী বিভাগ ও নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজাসহ প্রাইভেট হাসপাতাল, ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীগণসহ শুধিজন উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। সেইসাথে সবার সুখে দুঃখে নবনির্বাচিত কমিটির সকল সদস্য পাশে থাকবেন বলে প্রতিশ্রতি দেন।

বক্তব্য শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করনো হয়। সেইসাথে সাথে ক্রেষ্ট দিয়ে তাঁদের সম্মানিত করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রিলিজ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম রিপন ও চৌধুরী মাহামুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী মুক্তা, কোষাধ্যক্ষ হুমায়ুন খালেদ শিহাব, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকন, দপ্তর সম্পাদক আনোয়ারুল আখতার স্বপন, প্রচার সম্পাদক আখলাকুর রহমান বাবু, সমাজ কল্যাণ সম্পাদক জাকিউর রশিদ সঞ্জু, সদস্য রাশেদুজ্জামান রাসু, মাহবুব আলম খোকন, মীর মাসুদ আলী, শাকিল আহমেদ, রুখশানা পারভীন নদী, আবু আব্বাস, শাহাদাত হোসেন ও আব্দুর রহিম বেনু।

উল্লেখ্য, গত ১৭ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বেলা ১২টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.