মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাসিকের উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে পেইড ইন্টার্নশিপের সুযোগ পেলেন ৯০ জন

নিজিস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জব ফেয়ার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগর ভবনের ৯তলায় দিনব্যাপী এ মেলায় নগরীর ১৬টি প্রসিদ্ধ আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উক্ত জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ৯০জনকে পেইড ইন্টার্নশিপের জন্য নির্বাচিত করেছে।
উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাসিক ইমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। ৩ মাস মেয়াদী প্রথম ব্যাচে চারটি কোর্সে ২৪০ জন শিক্ষিত তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করে। কোর্সসমূহ হচ্ছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং।
রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এই ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

কোর্স সম্পন্ন হওয়ায় তাদের কর্মে নিয়োজিত করতে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে রাজশাহী মহানগরীর ১৬টি আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্নকারী ২শ জন শিক্ষার্থী এই জব ফেয়ারে অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ৯০জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে। নির্বাচিত ৯০জন বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষানবিশ হিসেবে যোগদান করবেন। তারা শিক্ষানবিশকালে ভাতা পাবেন। পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

কোর্স ইনচার্জ আব্দুর রহমান জানান,  ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্নকারী ২শ জন শিক্ষার্থী এই জব ফেয়ারে অংশ নিয়েছে। জবফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠান ৯০জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করে। প্রতিষ্ঠানগুলো হলো টিআইসি লিমিটেড, জিরোপয়েন্ট কম্পিউটিং, এ্যারোডেক্স লার্নিং, টেক্স হোপার, জেরন আইটি, রাজ আইটি, কোড এ্যাস্ট্রলজি, টেকনোরেন, আনকাবাট সফটওয়ার, র‌্যাম আইটি, এআইবিডি, স্কাই র‌্যানকো, ম্যাক্স আইটি,  ট্রেনার্স আইটি, রাজসেবা, বাইট ক্যাপসুল।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.