শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর প্রাক্তন এডিএম সাবিহা সুলতানা আর নেই তাঁর মৃত্যুতে জেলা প্রশাসকের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ও রাজশাহীর প্রাক্তন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮টায় ভারতের মুম্বাই-এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।

এক শোকবার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা সাবিহা সুলতানা দীর্ঘ দিন যাবত জটিল ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ মে ভারতের মুম্বাই-এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (১ জুন) সকাল সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, সাবিহা সুলতানার অকাল মৃত্যুতে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার অপূরণীয় ক্ষতি হয়েছে। গনতন্ত্র ও সমাজ উন্নয়নে তাঁর অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.