মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাটে বকনা বাছুর বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাটঃ রাজশাহীর চারঘাটে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জুন ) সকালে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত বকনা বাছুর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি, ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য জেলে সদস্যবৃন্দ।

সবশেষে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরন সহায়তা হিসেবে মোট ৫০ জনকে বকনা বাছুর বিতরণ করেন ইউএনও সাইদা খানম।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.