মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ু দূষণ নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করছে রুয়েটের আইপিই বিভাগের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ স্কুল ছাত্র ছাত্রীদের বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের (রুয়েট) আইপিই ক্লাবের পাঁচজন শিক্ষার্থী একটি টিম “আইপিই পোকা ইউকে পাইনিয়ারস” একটি কর্মশালার আয়োজন করে। তাদের এই পরিদর্শন ছিল মূলত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী আয়োজিত একটি প্রচারনা অভিযান ‘লেটস ব্রিদ ওয়েল :ক্লিন এয়ার ক্যাম্পইন ডিজাইন’ এর একটি অংশ। 

গত ২৬ মে রুয়েট চত্বরে প্রতিষ্ঠিত অগ্রণী স্কুল ও কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রচারণায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন, আর রাফিউল হক অয়ন, আবু বকর সিদ্দিক, মায়িশা ফারিহা মিথিলা, সামিয়া ইসলাম। প্রচারণার অভিজানের কর্মসূচিটি শুরু হয় সকাল ৮টায় ছাত্র-ছাত্রীদের সমাবেশ এর মধ্য দিয়ে। 

সমাবেশে উপস্থিত স্কুল শিক্ষার্থীদের দ্বারা একটি শ্বাসের ব্যায়াম করানো হয় প্রথমত। এরপর স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি  কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা জানায় যে, “তারা রোজ স্কুলের পাশে থাকা বাস স্ট্যান্ড এর বাসের কালো ধোয়া, আশেপাশে চলমান নির্মাণ কাজ, এসবের কারণে ভোগান্তির শিকার হয়”।

এরপর তাদের বায়ু দূষণ এর ক্ষতিকর প্রভাব, দূষণের কারণ,দূষণের  ফলে কী কী রোগ হয় এবং সব থেকে বেশি কারা এর শিকার হয় এসব কিছু  জানানো হয়।ফুসফুসের সংক্রমণ অথবা হাঁপানি রোগে ভুগছে,সে সকল শিক্ষার্থীও জানায় তারা দৈনন্দিন জীবনে কতটা হয়রানির শিকার হয় এবং পাশাপাশি এর প্রভাব তাদের পড়ালেখায়ও পড়ে। 

কর্মশালায় এমন বেশ কিছু শিক্ষার্থী ছিল যারা নিজে কিংবা তাদের পরিবারের কোন সদস্য কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে  বাড়ির বাহিরে এবং ভেতরে উভয় ধরনের বায়ু দূষণের কারণ এবং তার প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। 

আয়োজক দলের প্রতিনিধি তানভীর আহমেদ ইমনকে জিজ্ঞেস করলে তিনি জানান যে, “আমরা সকলেই মনে করি বায়ু দূষণ শুধুমাত্র বাহিরেই হয় অথচ বাড়ির ভেতরের বায়ু দূষণও অনেকের মৃত্যুর কারণ।আমাদের চেষ্টা এটাই যে, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ির বাহিরের পাশাপাশি বাড়ির ভেতরের বায়ু দূষণ সম্পর্কে সচেতন করা এবং তা  ভালো রাখতে, বায়ু শুদ্ধিকরণ গাছ যেমন:স্পাইডার প্লান্ট, স্নেক প্লান্ট, মানি প্লান্ট এসব লাগানো,স্বাস্থকর জ্বালানি ও তেল ব্যবহার  ইত্যাদি পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা”।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.