মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিধ্বংসী উইন্ডিজ বনাম অভিজ্ঞ পিএনজি, কেমন হবে একাদশ

প্রিয় রাজশাহী ডেস্কঃ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ঐতিহ্য আর তারকার কারণে বিশ্বকাপের অলটাইম ফেবারিট। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজও তেমনই। কিন্তু বিশ্ব মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনার মতো পারফরম্যান্স ওঠানামা করে ওয়েস্ট ইন্ডিজেরও। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় বিদায় নেওয়া মেসিরা যেমন কাতারে চ্যাম্পিয়ন হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজও দু’বার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতলেও ভারতে অনুষ্ঠিত সর্বশেষ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে জায়গাই পায়নি। টি-২০ ফরম্যাটে দু’বার শিরোপা জিতলেও ২০২২ এর আসরে সুপার-১২ এ যেতে পারেনি তারা।

ওই ওয়েস্ট ইন্ডিজ এবার ঘরের মাঠের টি-২০ বিশ্বকাপের অন্যতম ফেবারিট। ফর্মে থাকা ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল থেকে আলজারি জোসেপ-আকিল হোসাইনদের নিয়ে অসাধারণ দল তাদের। পাপুয়া নিউগিনি (পিএনজি) ওই তুলনায় ওয়েস্ট ইন্ডিজের কাছে শিশু। তবে পিএনজির বড় ভরসা দলটির অভিজ্ঞতা।

২০২১ টি-২০ বিশ্বকাপে যে দলটা নিয়ে খেলেছিল পিএনজি এবারের বিশ্বকাপে ওই দলের ১০জন খেলোয়াড় আছেন। ২৫ বছরের নিচে কেবল দলটির ৪জন সদস্য আছেন। আসাদ ভালা, টনি উরা, লেগা সাইকারা দলটির অভিজ্ঞ ব্যাটার। যে কারণে তারা প্রতিদ্বন্দ্বীতা করার এমনকি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটানোর স্বপ্ন দেখতেও পারে।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: জনসন চার্লস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, সিমরান হেটমায়ার, শেরফান রুদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিল হুসেইন, আলজারি জোসেপ, সামার জোসেপ, গুদাকেশ মতি।

পিএনজির সম্ভাব্য একাদশ: টনি ওরা, সেসে বাও, আসাদ ভালা, লেগা সাইকা, কার্লস আমিনি, হিরিহিরি, কিপলিন ডরিগা, নরমান ভানুয়া, আলেই নাও, জোহান কারিকো, চাঁদ সোপার।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.