নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম।
গতকাল রোববার রাত আটটায় নগর ভবনে মেয়রদপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান।
এ সময় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাকে মিষ্টিমুখ করান।
উল্লেখ, গত ২৯শে মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ফরিদুল ইসলাম।