মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

প্রিয় রাজশাহী ডেস্কঃ বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন আজ চাইনিজ তাইপে ম্যাচের একাদশে নেই। সিনিয়র জাতীয় দলে সাবিনা ছাড়া বাংলাদেশ খেলতে নেমেছে এমন ম্যাচ নেই বললেই চলে। সাবিনার পরিবর্তে আজ অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন সহ-অধিনায়ক শিউলী আজিম।

নারী ফুটবল দলে নতুন কোচ বৃটিশ পিটার বাটলার। তার অধীনে শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। একাদশ নির্বাচনও ছিল আলোচনাময়। আজ দ্বিতীয় ম্যাচও একই অবস্থা। অধিনায়ক সাবিনা খাতুন একাদশের বাইরে রেখে দল সাজিয়েছেন।

চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে একশ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে। এমন দলের বিপক্ষে বাংলাদেশ এখনো সঠিক একাদশই গড়তে পারেনি৷ প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচের একাদশে কোচ চারটি পরিবর্তন এনেছেন৷ অধিনায়ক সাবিনার সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মাসুরা, ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা ও মিডফিল্ডার সুমাইয়া।

আজ একাদশে ঢুকেছেন দুই শামসুন্নাহার, স্বপ্না রাণী ও আনাই মুঘিনি। গত ম্যাচে দ্বিতীয়ার্ধে দুই শামসুন্নাহার ও সানজিদা নামার পর খেলায় ফিরেছিল বাংলাদেশ। দুই শামসুন্নাহারকে একাদশে আনলেও সানজিদাকে রাখেননি কোচ পিটার।

বাংলাদেশ একাদশ- রুপ্না চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার, মনিকা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার, মুনকি আক্তার, স্বপ্না রাণী ,ঋতু পর্ণা চাকমা ও আনাই মুঘিনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.