সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলে বসে জ্যাকলিনকে আকাশের তারা এনে দিলেন প্রেমিক!

প্রিয় রাজশাহী ডেস্কঃ ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে বর্তমানে জেলে আছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আর সেখানে বসে প্রেমপত্র লিখলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের উদ্দেশে। তার সেই প্রেমপত্র এখন প্রকাশ্যে। চিঠিতে কী লিখলেন প্রেমিকাকে?

‘বেবি গার্ল’, ‘কাপকেক’, ‘বোম্মা’— প্রেমিকার প্রতি তার নানাবিধ সম্বোধন। প্রেমপত্রে সুকেশ লেখেন, ‌‌‘তোমাকে খুব মিস করছি। তোমার প্রেমে পাগল আমি।’

সিংহরাশির জ্যোতির্বিদ্যা নক্ষত্রমণ্ডলে জ্যাকলিনের নামে নামাঙ্কিত করলেন একটি তারা। তার অভিনব উপহার পেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর হাসি ফুটবে জ্যাকলিনের মুখে, আশা প্রেমিক সুকেশের।

চিঠিতে আরও লেখা হয়, প্রায় একশবার ‘ইমি ইমি’ গানটি শুনেছেন সুকেশ। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছেন বলি অভিনেত্রী। সেই প্রসঙ্গে সুকেশের লেখা, ‘কান চলচ্চিত্র উৎসব জুড়ে শুধুই তুমি। সোনালি পোশাকে অসাধারণ লাগছিল তোমাকে। তোমার ফটো দেখেছি। আবারও আমার মন চুরি করে নিলে তুমি।’

প্রতিনিয়ত ভালোবাসা ও মনের জোর দেওয়ার জন্য সুকেশ শুভেচ্ছা জানালেন অভিনেত্রীকে। তার চারপাশে জ্যাকলিনের উপস্থিতি অনুভব করতে পারেন ‘কনম্যান’।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.