বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের স্প্রিং সকাপ ভেঙে উওরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগির স্প্রিং সকাপ ভেঙে ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল আনুমানিক পৌনে ১০টায় নওগাঁর রাণীনগর উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে যায়। আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর স্ট্রেশন ছেড়ে আহসানগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।

প্রায় দেড় ঘণ্টা পর সমস্যাজনিত বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এই রুটে চলাচলকারী সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ওই বগিটি বিকল হয়ে পড়ে থাকায় দুপুর ১২টার দিকে রাণীনগর স্টেশনে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটিকে রাণীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগের একাধিক কর্মচারী বলেন, ট্রেনের ‘ক’ নং বগির নিচের স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে ওই বগিটি রেখেই ট্রেনটি ছাড়া হয়েছে। ওই বগি উদ্ধারের কাজ চলছে।

রাণীনগর স্টেশন মাস্টার মানিক বলেন, ট্রেনের ‘ক‘ নং বগির নিচের স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে এই বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে গেছে। এই বগি উদ্ধারের কাজ করছে সংশ্লিষ্টরা। বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কত সময় লাগতে পারে তা বলতে পারেননি তিনি।

বিষয়টি জানার জন্য সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনমাস্টার হাবিবুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.